আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা প্রায়শই একটি সমস্যায় ভুগে থাকি। আর সেটা হচ্ছে কম্পিউপটার স্লো হয়ে যাওয়ার সমস্যা। সঠিকভাবে কাজ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে এ ধীরগতি অনেক বড় একটি ঝামেলার সৃষ্টি করে। কম্পিউটার স্লো হওয়ার নানাবিধ কারণ থাকতে পারে। হতে পারে সেটি অপারেটিং সিস্টেমের সমস্যা বা ডিভাইসের সমস্যা অথবা অন্য কিছু। তবে সমস্যা যেহেতু আছে; সমাধান ও তার আছে। আমাদের দেশে প্রায় সকলেই তাদের কম্পিউটারে মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকে। আমাদের মধ্যে কেউ উইন্ডোজ এক্সপি, কেউ উইন্ডোজ 7 বা 8 অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি। অপারেটিং সিস্টেমের কারণেও কম্পিউটার স্লো হয়ে যেতে পারে, তবে তার সমাধান ও রয়েছে। তবে উইন্ডোজের অপারেটিং সিস্টেমের এ ভিন্নতার কারণে সমস্যাগুলির সমাধানের অপশনে কিছুটা ভিন্নতা থাকলেও ধরণ প্রায় একই। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনার কম্পিউটার স্লো হয়ে সমস্যাটির সমাধান করবেন এবং কম্পিউটারে পাবেন সুপার স্পিড।
পদ্ধতি ১- বেষ্ট পারফর্মেন্স সেটিং করুন
প্রথমে My Computer আইকনে
রাইট ক্লিক করে Propertise এ যান।
এরপর এখানে কিছু অপশন দেখতে
পাবেন। এখান
থেকে Advanced অপশনটি সিলেক্ট করুন।
এবার আপনি Performance অপশনের
settings এ ক্লিক করুন। তাহলে নতুন আ রও কিছু অপশন দেখতে পাবেন। Performance এর আন্ডারে থাকা তিন নাম্বার অপশন Adjust for best performance সিলেক্ট
করুন এবং OK প্রেস করে বেরিয়ে আসুন।
এরপর ডেস্কটপে রাইট ক্লিক
করে Properties এ যান এবং সেখান থেকে Themes এ যান এবং windows classic সেট করে দিন।
তারপর আপনাকে
স্পিড বাড়ানোর জন্য স্ক্রিন সেভার অফ করে রাখতে হবে। তাহলে আপনার কম্পিউটারের RAM এর উপর চাপ কম পড়বে। ফলশ্রুতিতে আপনার কম্পিউটারের গতি আগের তুলনায় বৃদ্ধি পাবে।
ধাপ ২- মুছে ফেলুন অতিরিক্ত ফাইল
আমাদের প্রাত্যহিক
কাজের সময় প্রতিনিয়ত তৈরী হয় অসংখ্য অতিরিক্ত ফাইল্। এসব ফাইল মুছে ফেলার মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারের গতি বাড়িয়ে নিতে পারি।
এজন্য প্রথমেই
Start মেনু থেকে Run এ ক্লিক করুন। এরপর যে বক্সটি আসবে সেখানে টাইপ করুন temp, তারপর
এন্টার চাপুন। তাহলে
নতুন একটি উইন্ডো ওপেন হবে এবং
সেখানে সব অপ্রয়োজনীয় temp ফাইলগুলি
দেখাবে। সবগুলি
ফাইলই ডিলেট করে দিন।
এছাড়াও আরও
বিভিন্ন ধরনের অতিরিক্ত অপ্রয়োজনীয় ফাইল আমাদের পিসিতে তৈরী হয়। সেগুলি দুর করতে Run
বক্সের মাঝে ক্লিক করুন prefetch, %temp%, cookies, inf. এরপর এন্টার চাপুন এবং যে ফাইলগুলি দেখাবে সেগুলি ডিলেট করে দিন। অতিরিক্ত ফাইলগুলি কম্পিউটার থেকে রিমুভ করলে কম্পিউটারের গতি বেড়ে
যাবে।
ধাপ ৩- ভাইরাস সমস্যার সমাধান করুন
কম্পিউটারের ভাইরাস
সমস্যা-ই সবচেয়ে তীব্র সমস্যা। কম্পিউটার একবার ভাইরাস আক্রান্ত হয়ে গেলে ব্যবহারকারীকে
নানা ধরনের ঝামেলা পোহাতে হয়। এ সমস্যা সমাধানের
জন্য আপনি এন্টিভাইরাস ব্যবহার করতে পারেন।
ধাপ ৪- অপ্রয়োজনীয় স্টার্ট আপ আইকন অফ করে রাখুন
আমাদের কম্পিউটারে
স্পিড স্লো হয়ে যাওয়ার ক্ষেত্রে স্টার্ট আপ আইকনগুলিও দায়ী। এজন্য
স্টার্ট আপ আইকনগুলি আমরা বন্ধ করে রাখতে পারি। এতে কম্পিউটারের গতি বাড়বে।
এসমস্ত আইকন
বন্ধ করতে Start থেকে Run এ যান। এবং
সেখানে টাইপ করুন msconfig তাহলে system
configuration utility box এর একটি উইন্ডো ওপেন
হবে । এখান থেকে Start up অপশন
সিলেক্ট করে Disable All সিলেক্ট করুন্।
এরপর কম্পিউটার রিস্টার্ট
চাইলে রিস্টার্ট দিন। তাহলেই
আপনার কাজ শেষ।
পদ্ধতি ৫- ভার্চুয়াল মেমোরী বাড়িয়ে নিন
আগের মত প্রথমে My Computer আইকনে
রাইট ক্লিক করে Propertise এ যান।
এরপর Performance অপশনের settings এ ক্লিক করুন; এরপর আবার Advanced
এ ক্লিক করুন। এখন Performance অপশনের Vertual
Memory এর Change অপশনে ক্লিক করুন।
এবার custom size নামে একটি অপশন পাবেন যেখানে Initial Size এবং Maximum size নামে দুটি বক্স আছে। এবার Initial
Size এ আপনার RAM এর দ্বিগুণ সাইজ সেট করে দিন। আর Maximum size এ সেট করুন Initial Size এর দ্বিগুণ। এরপর কম্পিউটার
Restart চাইলে Restart দিন। এ কাজটি
করলে আপনার কম্পিউটারের গতি বেশ বেড়ে যাবে।
ধাপ ৬- ডিভাইসের অটোপ্লে হওয়া বন্ধ করা
আপনার কম্পিউটারে
ভাইরাস সংক্রমণ করলে অন্যান্য সমস্যার পাশাপাশি কম্পিউটারের গতিও
স্লো হয়ে যায়। ভাইরাস
সংক্রমণ বিভিন্ন কারনে হতে পারে। তন্মধ্যে যে কোন ডিভাইসের মাধ্যমেও এটি ছড়াতে পারে; বিশেষত আপনার পিসিতে যদি
অটোপ্লে চালু থাকে। অটোপ্লে
বন্ধ করতে হলে Start থেকে Run এ যান। এবং
সেখানে টাইপ করুন gpedit.msc;
এরপর এন্টার চাপুন। এর ফলে যে উইন্ডোটি আসবে সেখানে Group Policy তে computer configuration এর আন্ডারে system
অপশনে ক্লিক করলে ডানপাশ Turn off autoplay দেখা যাবে। এবার
এখান থেকে এটির প্রপার্টিজে যেতে
হবে। Turn off autoplay এর একটি ডায়ালগ বক্স দেখতে পাবেন। এখান থেকে
Enabled ক্লিক করে All drives সিলেক্ট করুন। এ কাজটি করার ফলে এখন আপনার পিসিতে
পেন ড্রাইভ বা সিডি কোন কিছুই অটোপ্লে হবে না। ফলে আপনার পিসির ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে।
ধাপ ৭- উইন্ডোজ ফায়ারওয়াল বন্ধ করে দিন
আপনার কম্পিউটারের
স্পিড বাড়াতে windows firewall
অফ করে দিন। এছাড়া error
report দেখানোর অপশনও ডিজেবল করে রাখুন। এ কাজগুলি আপনি খুব সহজেই করতে পারেন। এজন্য প্রথমে Start মেনুতে যান। তারপর setting>control panel>security center.
এরপর এখানে Change the way security center setting ক্লিক করে সব আনচেক করে দিন্। এরপর ok করে বের হয়ে আসুন।
তারপর আবার Start Menu>Setting>Control Panel এ যান। সেখান
থেকে windows firewall ওপেন করুন। এরপর
এটি অফ করে ok করুন।
এছাড়া আপনার
কম্পিউটারের প্রদর্শিত উইন্ডোজের Error Report বন্ধ করে রাখতে পারেন। এতে আপনার কম্পিউটারের গতি কিছুটা বাড়বে। একাজটি করতে My Computer থেকে Properties>Advanced>Error Reporting ক্লিক করুন। এবার Disable Error Reporting ক্লিক করুন এবং But
Notify me বক্সটি আনচেক করে দিন। এরপর ok করুন।
এছাড়াও Automatic update অফ করে রাখুন। এতে আপনার কম্পিউটারের গতি বৃদ্ধি পাবে। একাজটি
করতে My
Computer>Properties> Automatic update>Turn off দিয়ে বের হয়ে আসুন। এতে আপনার কম্পিউটারের গতি বৃদ্ধি পাবে।
ধাপ ৮- কম্পিউটার ব্যবহারকারীদের জন্য কিছু প্রয়োজনীয় টিপস
আমরা যারা
কম্পিউটার ব্যবহার করি তারা প্রায়শই নানা রকম সমস্যার সম্মুক্ষীণ হই। সেটা হতে পারে ভাইরাসজনিত সমস্যা, কিংবা কম্পিউটার স্লো হয়ে
যাওয়ার সমস্যা। আজ আমরা
আপনাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করব যেগুলি আপনাকে এসব সমস্যা
থেকে সমাধানের পথ দেখাবে।
১. আপনার কম্পিউটারের
স্টার্টআপ অপশনগুলি ডিজেবল করে রাখুন।
২. কম্পিউটার ব্যবহারের
ক্ষেত্রে ভালো স্পীড পেতে RAM খালি করে রাখুন।
৩. আপনার কম্পিউটারের
ভার্চুয়াল মেমরি বাড়িয়ে রাখুন।
৪. কোন অপ্রয়োজনীয়
সফটওয়্যার ইনস্টল করে c ড্রাইভ বা অন্য কোন ড্রাইভের জায়গা নষ্ট
করবেন না। ইতিমধ্যে
ইনস্টলকৃত অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলি ডিলেট করে দিন।
৫. বাছবিচারহীন ভাবে সব
ওয়েবসাইটেই সাইন আপ করবেন না। তাহলে স্প্যামিংয়ের ঝামলোই পড়বেন।
৬. আপনার কম্পিউটারের
অটোমেটিক আপডেট এবং ফায়ারওয়াল অফ করে রাখুন। এতে কম্পিউটারের স্পিড বেশি পাবেন।
৭. মাসে একবার RAM খুলে
পরিষ্কার করে আবার লাগান, তাহলে ডিসপ্লে না আসা বা মাঝে মাঝে রিস্টার্ট নেওয়ার ঝামেলাগুলি থেকে
মুক্তি পাবেন।
৮. বেশ ভালো এবং কার্যকরী
এমন একটি এন্টিভাইরাসের লাইসেন্স কপি ব্যবহার করুন। তাহলে ভাইরাস সমস্যার থেকে মুক্তি পাবেন।
৯. কম্পিউটার ডেস্কটপে হাই
ডেফিনেশন ওয়ালপেপার বা এনিমেশন এসব ব্যবহার না করাই ভালো্। এতে কম্পিউটারের স্পিড স্লো হয়ে যায়।
১০. একমাস পর পর আপনার
কম্পিউটারের ব্রাউজিং হিস্টোরি এবং কুকিজ মুছে ফেলুন।
১১. আপনার
কম্পিউটার হ্যাং হয়ে গেলে কীবোর্ড থেকে ctrl+alt+del চাপুন এবং চলমান প্রোগ্রামগুলি
অফ করে দিন। এতে যদি
কাজ না হয় তাহলে রিস্টার্ট দিন।
১২. কম্পিউটারে কখনই
একসঙ্গে দুটি এন্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করবেন না।
***ভাল লাগলে অবশ্যই কমেন্ড করে জানাবেন।
No comments:
Post a Comment