“সততা একটি গাছের মত।
সেটি লাগানোর পর পরিচর্যা নেওয়া প্রয়োজনযেন তা শক্ত হয় ও বৃদ্ধি পায়।”
“সেই সব মানুষের সাথে থেকো যারা তোমার মূল্য বোঝে
সুখি হওয়ার জন্য তোমার চার পাশে অনেক মানুষের দরকার নেই
শুধু সেই সত্যিকারের কয়েক জনই যথেষ্ট যারা,
তুমি যা তার জন্যই তোমাকে ভালবাসবে”
“জীবন থেকে শিক্ষা গ্রহণ করুন
আমরা জীবন থেকে শিক্ষা গ্রহণ করি না বলেই
আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না।”
“স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ নয়।
তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়
তাকে সঙ্গে নিয়ে চলুন, স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন।”
“অতীত কে বদলানো যায় না,
কিন্তু ভবিষ্যৎ তোমার ক্ষমতার মধ্যে।”
“জীবনে ঝুঁকি নাও,
জিতলে তুমি নেতৃত্ব দিবে
আর না জিতলেও তুমি পরবর্তী কাউকে পথ দেখিয়ে যাবে।”
“কাজের মত সৎ সঙ্গী আর নেই।
এই সঙ্গীটির জীবনে সাফল্য আনতে সাহায্য করবে।”
Nice post.
ReplyDeletewww.OnlineStudyCare24.blogspot.com